মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসাবান্ধব করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশিতভাবে এগোয়নি, তবে নতুন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
“বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে। আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি,” বলেন প্রধান উপদেষ্টা।

তিনি তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠীকে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে বিশ্বজুড়ে বসবাসরত তরুণ বাংলাদেশি প্রবাসীদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। তার মতে, প্রবাসী তরুণদের মধ্যে সবসময় দেশের জন্য কিছু করার গভীর আগ্রহ রয়েছে, যা বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

ফোরামে আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বাংলাদেশে আজিয়াটার ২৮ বছরের ব্যবসায়িক সাফল্য ও অংশীদারিত্বের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া পেট্রোনাস, খাজানাহ ন্যাশনাল, সাইম ডার্বি প্লান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ, আইওআই কর্পোরেশন, ফেলদা গ্লোবাল ভেঞ্চারস, প্রোটন হোল্ডিংস এবং টপ গ্লাভ কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়িক এই সমাবেশের আগে মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!