বাংলাদেশে ৫জি সেবা চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগে আজিয়াটাকে প্রধান উপদেষ্টার আহ্বান

মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে অবস্থানরত হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য এবং বৈশ্বিক কোম্পানিগুলোকে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে আকৃষ্ট করতে হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার শীর্ষ টেলিযোগাযোগ অপারেটরদের জন্য আরও ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে লাইসেন্সিং ব্যবস্থাগুলোকে সহজতর করছে।

আজিয়াটা বারহাদ গ্রুপের সিইও বিবেক সুদ জানান, তাদের সহযোগী প্রতিষ্ঠান রবি ইতোমধ্যে বাংলাদেশে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছে। তবে পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ জরুরি। তিনি জানান, রবি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বছরে প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং ৫জি সেবা বাস্তবায়নে আগ্রহী রয়েছে।

তবে সুদ ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং বিচ্ছিন্ন লাইসেন্সিং ব্যবস্থাকে বিদেশি বিনিয়োগের জন্য বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন। তিনি জানান, আজিয়াটা বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগে অংশগ্রহণের বিষয়েও আগ্রহী।

প্রধান উপদেষ্টা বেসরকারি খাত ও নিয়ন্ত্রকদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাছাকাছি আসা এবং একে অপরকে বোঝা।”

আজিয়াটা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গ্রুপের চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিদজা রিদজুয়ান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, আজিয়াটা গ্রুপের প্রধান নিয়ন্ত্রক ও সরকারি বিষয় সংক্রান্ত কর্মকর্তা ফুঙ চি কিয়ং এবং গ্রুপের প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা থমাস হান্ডট।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!