বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে নগরীর বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক, সদর রোড, কাকলী সিনেমা হল মোড় এবং জিলা স্কুল মোড়ে ব্লকেড সৃষ্টি হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে, শেবাচিম হাসপাতাল সংস্কারে সাত দফা দাবিতে সোমবার সকাল ১১টা থেকে হাসপাতালের প্রধান গেটে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী।
এর আগে টানা আন্দোলনের ১৬তম দিনে সোমবার পঞ্চম দিনের মতো সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন সংগঠক মহিউদ্দিন রনি। তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে ছাত্র-জনতার যৌক্তিক দাবি শুনতে হবে, নচেৎ আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সারাদেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে রাজপথ ছাড়বেন না।
মহিউদ্দিন রনি হুঁশিয়ারি দেন, আগামীকাল বুধবার নগরীর একাধিক পয়েন্ট অবরোধ করে পুরো বিভাগের সড়ক যোগাযোগ অচল করে দেওয়া হবে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার জানান, শিক্ষার্থীরা আজও মহাসড়ক ও সদর রোড অবরোধ করেছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।