সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর— বাজারে আসছে এমন এক ইয়ারবাড, যা একবার চার্জ দিলেই টানা ৫৪ ঘণ্টা গান শোনার সুবিধা দেবে। দীর্ঘ ব্যাটারি লাইফের কারণে বারবার চার্জ দেওয়ার ঝামেলা থাকছে না, আর সহজেই ব্যবহার করা যাবে ভ্রমণ, অফিস কিংবা দৈনন্দিন জীবনে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন এই ইয়ারবাডে থাকবে নয়েজ ক্যানসেলেশন ফিচার, ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং উন্নতমানের বেস ও ট্রেবল সাউন্ড সিস্টেম। শুধু গান শোনাই নয়, কল করার সময়ও দেবে ক্রিস্টাল ক্লিয়ার অডিও অভিজ্ঞতা।
ডিজাইন দিক থেকে ইয়ারবাডটি হালকা ও কান-ফ্রেন্ডলি হওয়ায় দীর্ঘসময় ব্যবহার করলেও অস্বস্তি হবে না। সঙ্গে থাকবে স্মার্ট টাচ কন্ট্রোল, যার মাধ্যমে গান পরিবর্তন, কল রিসিভ কিংবা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে সহজেই।
🔋 বিশেষ আকর্ষণ:
এক চার্জে ৫৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ
ফাস্ট চার্জিং সুবিধা (মাত্র ১০ মিনিট চার্জে ২ ঘণ্টা ব্যবহার)
পানি ও ঘাম প্রতিরোধক ফিচার (IPX5 রেটিং)
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এত দীর্ঘ ব্যাটারি লাইফ সাধারণ ইয়ারবাডে সচরাচর পাওয়া যায় না। ফলে বাজারে নামার পর এটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে।