বিদেশে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন ও রাষ্ট্রদূতদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে না এলেও মৌখিকভাবে টেলিফোনে জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে সরাসরি ফোনে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্দেশনা সংশ্লিষ্ট অঞ্চলের অন্যান্য মিশনে পৌঁছে দেওয়ার পাশাপাশি নির্দেশনার বাস্তবায়ন ও তদারকি করার জন্য।

নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলের মিশনে টেলিফোনে এ নির্দেশ পৌঁছেছে। তবে এখনো অধিকাংশ মিশন কোনো লিখিত নথি বা ই-মেইল পায়নি।

বিদেশে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিত নির্দেশ নয়, তবে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনকে জানাতে এবং যথাযথভাবে তা বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে।”

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!