দুর্বৃত্তেরা নিয়ে গেল ৩ কেন্দ্রের ব্যালট, ভোটগ্রহণ বন্ধ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি কেন্দ্রের ব্যালট ছিনতাইয় করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সব ভোট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

আজ সকালে উপজেলার ছনহরা ইউনিয়নের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগার, ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় ও জিরি ইউনিয়নের সাইজায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে পরে সকাল ১০টার দিকে ওই ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন গণমাধ্যমকে বলেন, সকালে তিনটি কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট পেপার ছিনতাইয় করে নিয়ে গেছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা ভোটগ্রহণ বন্ধ রেখেছি।

তবে এ ঘটনায় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। চতুর্থ দফা ইউপি নির্বাচনে চট্টগ্রামে ২৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!