কোহলিকে পেছনে ফেললেন বাবর

ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির অভিষেক হয় ২০০৮ সালে। একই ফরম্যাট দিয়ে বাবর আজমের অভিষেক ২০১৫ সালে। বাবরের অভিষেকের আগেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছিলেন কোহলি। ক্রিকেট ক্যারিয়ারে সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক ও পাকিস্তানের অধিনায়কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। র‍্যাঙ্কিংয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার তাড়না আছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর বিরাট কোহলিকে টেস্ট র‍্যাঙ্কিংয়েও পেছনে ফেলে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দু’ধাপ পিছিয়ে গেলেন কোহলি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বাবর রয়েছেন ৮ ও কোহলি ৯ নম্বরে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!