আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২০২১ সালে ব্যক্তিগত পারফরম্যান্সে ভিত্তিতে সেরা একাদশে ঢুকে পড়েছেন তিনি। আইসিসির একাদশে একমাত্র বাংলাদেশি মোস্তাফিজই।

ক্রিকেটের ছোট সংস্করণে গেল বছর ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সবচেয়ে উজ্জ্বল ছিলেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। নতুন বছরে এসে সেই পুরস্কারটাই যেন পেলেন তিনি। মোস্তাফিজ ছাড়া এশিয়ার চার ক্রিকেটার আছেন একাদশে।

মোস্তাফিজের প্রশংসা করে আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বৈচিত্র্যময় বোলিং ও গতির ভিন্নতায় ২০২১ সালে দাপট দেখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। শুরুর ওভারের পর ডেথ ওভারে কার্যকর বোলিংয়ে ২০ ম্যাচে পেয়েছেন ২৮ উইকেট। ব্যাটারদের বিপক্ষে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন তিনি। তাঁর বোলিং গড় ১৭.৩৯ ও ইকোনোমি রেট ৭।’

বর্ষসেরা একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার পাকিস্তানের। অধিনায়ক বাবর আজমের পাশাপাশি দলে ঠাঁই হয়েছে ব্যাটার-কিপার মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো দুই ক্রিকেটার জস হ্যাজলউড ও মিচেল মার্শ জায়গা পেয়েছেন একাদশে

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জস হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, মোস্তাফিজুর রহমান।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!