খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন কিন্তু, শেষ পর্যন্ত নেমে যেতে হলো প্যাড, গ্লাভস লাগিয়ে মাঠে। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে।
দলের নিয়মিত উইকেটরক্ষক কোভিডে আক্রান্ত হওয়ায় দলের মুখরক্ষা করতে গিয়ে সহকারী কোচকে সামলাতে হলো উইকেটরক্ষকের দায়িত্ব। বুধবার বিগ ব্যাশের সেমিফাইনালে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এই ম্যাচের আগে সিডনির উইকেটরক্ষক জস ফিলিপের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এমন সময়ে দলে বদলি উইকেটরক্ষক হিসেবে খেলানোর মতো কেউ ছিল না। তাই সিডনি সিক্সার্স ম্যানেজমেন্ট বাধ্য হয়ে সহকারী কোচ জে লেন্টনকে পাঠায় উইকেটরক্ষক হিসেবে।
সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাবার আগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন ৩১ বছর বয়সী লেন্টন।
এই ঘটনায় বিস্মিত লেন্টন। বলেন, ‘‘আবারও ক্রিকেটে ফিরব ভাবিনি। সহকারী কোচ হয়েও খেলতে নেমে বেশ ভালোই লাগল। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে জানতে পারি আমাকে খেলতে হবে।’’
উইকেট রক্ষকের ভূমিকায় থাকলেও লেন্টনকে ক্যাচ, বা স্টাম্পিং করতে হয়নি। ব্যাট করতে নামলেও খেলতে হয়নি একটি বলও।
নিয়মিত উইকেটরক্ষক জস ফিলিপেরকে না পেলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি সিডনির। অ্যাডিলেইডকে ৪ উইকেটে হারায়।