আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে ৬ মাসের বিরতির কথা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওপেনার ও ওয়ানডে অধিনায়ক বলেছেন বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তার অগ্রাধিকার তালিকার শীর্ষে টেস্ট।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘বোর্ডের অনেকের সঙ্গে আমি আলাপ করেছি। আমার সিদ্ধান্তে অনড় থাকব। আগামী ছয় মাস টি-টুয়েন্টি ক্রিকেট বিবেচনা করছি না।’
তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামীর দল গড়ার ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তামিম। সেজন্য ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তার আগ্রহ কমেছে। তবে এখনই ছাড়ছেন না টি-টুয়েন্টি। ভবিষ্যৎ বিবেচনা করবেন ছয় মাস পর।
‘টি-টুয়েন্টিতে আমার পুরো ফোকাস থাকবে না। বাকি দুই ফরম্যাটের ক্রিকেটে ফোকাস থাকবে। দেখতে চাই এই ছয় মাসে বাকিরা ভালো খেলুক। আশা করি তারা ভালো খেলবে। টি-টুয়েন্টিতে আমাকে আর দরকার হবে না। ছয় মাস পর বিসিবি যদি মনে করে আর আমি যদি প্রস্তুত থাকি, তাহলে ভেবে দেখব।’
‘যে সিদ্ধান্ত নিয়েছি এটা পুরোই পিওর। নিজে সেটাই মনে করি। আশা করি যারা খেলবে তারা এতোই ভালো খেলবে যে, আমাকে আর দরকার হবে না। বিশ্বাস করি আমাদের যথেষ্ট পারদর্শী ক্রিকেটার আছে। দলকে কোনো না কোনো সময় সামনের দিকে আগাতে হবেই।’
‘আমার একটাই ইচ্ছা ছিল বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমরা টেস্টে এতটা শক্তিশালী দল না। এখানে ফিফটি-সেঞ্চুরি করার মূল্যটাই অন্যরকম। আমার অগ্রাধিকার টেস্ট।’