ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে নতুন ৫০ টাকার স্মারক রৌপ‌্য মুদ্রা। বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন এই ৫০ টাকা স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে এই মুদ্রা বাজারে পাওয়া যাবে।

গত ২৪ জানুয়ারি বাংলা‌দেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও জাপান মিন্ট-এর যৌথ উদ্যোগে একটি ৫০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করা হয়েছে। নতুন এ স্মারক মুদ্রা ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রচলন করবে। প্রচলনে দেওয়ার পর স্মারক রৌপ্য মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর, মিরপুর হতে এবং জাপান মিন্ট জাপানে বিক্রয় করা হবে।

৫০ টাকা অভিহিত মূল্যের ৩৫.০০ মিলিমিটার ব্যাসবিশিষ্ট, গোলাকার ও ০.৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ২০ গ্রাম।

স্মারক মুদ্রাটির সম্মুখভাগে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি’ লোগো, লোগোর উপরিভাগে ডালসহ চেরিফুল (জাপানের জাতীয় ফুল) এবং লোগোর নিচে পানিতে ভাসমান কলিসহ শাপলা (বাংলাদেশের জাতীয় ফুল) কালার প্রিন্ট প্রযুক্তিতে মুদ্রণ করা হয়েছে। এছাড়া, সম্মুখভাগে লোগোর বামদিকে ওপরে ‘50 TAKA’ এবং নিচে ‘৫০ টাকা’ মুদ্রিত রয়েছে।

স্মারক মুদ্রার পেছনভাগে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের উপরিভাগে বৃত্তাকারভাবে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি, বাংলা ও ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ এবং স্মৃতিসৌধের নিচে ‘১৯৭২-২০২২’ মুদ্রিত রয়েছে। বাংলাদেশে বর্ণিত স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ পাঁচ হাজার টাকা।

আসছে নতুন ৫০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা

বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। চিলিকে এদিন তারা হারিয়েছে ২-১ গোলে।

চিলির মাঠে স্কালোনি এদিন একাদশ সাজান ডি মারিয়া, মার্টিনেজদের নিয়ে। যেখানে ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

এরপর ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি চিলির। ২০ মিনিটের মাথায়ই স্বাগতিকদের সমতায় ফেরান ব্রেরেটন।

তবে প্রথমার্ধে আবারও লিড নেয় আর্জেন্টিনা। ৩৪ মিনিটে ডি পলের শট গোলরক্ষক ব্রাভোর হাত ফসকে বেরিয়ে গেলে ভুল করেননি লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে দুই দলের আর কেউ গোল করতে না পারায় শেষ পর্যন্ত ২-১এর জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই জয় পেয়েছে আর্জেন্টিনা

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সঙ্গে দুটি আন্তর্জাতিক ইউনিভার্সিটি, ফিজির ইউনিভার্সিটি অব সাউথ প্যাসিফিক এবং কানাডার আলগোমা ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যৌথ গবেষণা, প্রকাশনা, স্টুডেন্ট-ফ্যাকাল্টি বিনিময় এবং একাডেমিক ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ভার্চ্যুয়ালি দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ প্রসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এ চুক্তিগুলোর মাধ্যমে শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটি নয়, বরং বাংলাদেশ বিশ্বের দরবারে তার পরিচিতি বৃদ্ধি এবং শিক্ষার মান প্রচারের একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করল। তিনি আরও বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিস অব এক্সটার্নাল এ্যাফেয়ারস এবিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিরলসভাবে কাজ করছে।

আন্তর্জাতিক দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি এনএসইউয়ের

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!