স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষ চারে উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

রোববার (৬ ফেব্রুয়ারি) ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে বল জড়িয়ে ৪-২ গোলে জিতেছে বার্সা। এ ম্যাচে বার্সার হয়ে ১টি করে গোল করেছেন জর্দি আলবা, গ্যাবি, রোনাল্ড আরাওহো এবং দানি আলভেস। অন্যদিকে, অ্যাটলেটিকোর পক্ষে ১টি করে গোল করেছেন ইয়ানিক ও লুইস সুয়ারেজ। এ ম্যাচ হেরে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে বার্সোলনা।

স্প্যানিশ লা লিগায় ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যাটলেটিকো কে হারিয়ে শীর্ষ চারে বার্সা

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবেন রশিদ খান-হজরতউল্লাহ জাজাইরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্যেই এই সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ এবং ঢাকায় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে যে দুটি টি-টুয়েন্টি সিরিজ হবে সেগুলো ঢাকা এবং চট্টগ্রামে আমরা আয়োজন করব। ভ্রমণের ওপর সরকারের যে দিক নির্দেশনা আছে এবং লজিস্টিক যে সাপোর্ট আমরা করতে পারি এর উপর নির্ধারণ করে আমরা দুটি ভেন্যু ঠিক করেছি।’

তিনি বলেন, ‘ওয়ানডেগুলো আমরা চট্টগ্রামে ও টি-টুয়েন্টিগুলো ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারিতে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।’

চলমান বিপিএলে দলগুলোর জৈব সুরক্ষা বলয় (বায়োবাবল) নিয়ে খানিকটা প্রশ্নের জন্ম দিয়েছে। কয়েকদিন আগেই বলয় ভেঙে হোটেল থেকে বেরিয়ে আসেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। যদিও পরবর্তীতে আবারো হোটেলে ফিরে যান তিনি।

সঙ্গত কারণেই আফগানিস্তান এবং বাংলাদেশের সিরিজে জৈব সুরক্ষা বলয় আরও বেশি ভালো এবং আন্তর্জাতিক মানের হচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আন্তর্জাতিক একটা মান আছে জৈব সুরক্ষা বলয়ের। আমরা এই সিরিজে অবশ্যই সেটা ব্যবহার করব।’

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান

মোরগ লড়াইয়ে দেশজুড়ে বেশ নামডাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসিল মোরগের। মোগল শাসনামল থেকে এই জাতের মোরগ লালন-পালন হচ্ছে সরাইলে। লড়াইয়ে পারদর্শী একেকটি আসিল মোরগ ৫ হাজার থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। এর জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মোরগ লড়াইয়ের ইতিহাসটা কিন্তু বেশ পুরানো। প্রায় ৬ হাজার বছর আগে প্রাচীন পারস্যে এর উৎপত্তি। কালের পরিক্রমায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে জনপ্রিয় এই খেলা। বাংলাদেশেরও নানা প্রান্তে জনপ্রিয় লোকজ খেলা এই মোরগ লড়াই। আর তাতে বেশ নামডাক আসিল মোরগের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাণিজ্যিকভাবে লালন-পালন করা হয়আসিল মোরগ। সরাইল থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশজুড়ে এই জাতের মোরগ সরবরাহ হয়।

একটি আসিল মোরগের উচ্চতা ২৮ থেকে ৩২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বয়স, আকার ও লড়াইয়ের অভিজ্ঞতা অনুযায়ী এর দাম নির্ধারণ হয়। একেকটি মোরগ ৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

জনশ্রুতি রয়েছে ষোড়শ শতাব্দিতে সরাইল পরগনার জমিদার দেওয়ান মনোয়ার আলী, পারস্য থেকে আসিল মোরগ আনেন। পরে তার সাথে দেশীয় বিভিন্ন জাতের সংমিশ্রণ হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, আসিল মোরগের জিনোম সিকোয়েন্স করে, একে মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া চলছে।

দেড় বছর বয়স থেকে লড়াই শুরুর পর ৪ বছর বয়স পর্যন্ত লড়াইয়ের সক্ষমতা থাকে আসিল মোরগের।

ব্রাহ্মণবাড়িয়ার লড়াকু মোরগ আসিলের জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ

বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। চিলিকে এদিন তারা হারিয়েছে ২-১ গোলে।

চিলির মাঠে স্কালোনি এদিন একাদশ সাজান ডি মারিয়া, মার্টিনেজদের নিয়ে। যেখানে ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

এরপর ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি চিলির। ২০ মিনিটের মাথায়ই স্বাগতিকদের সমতায় ফেরান ব্রেরেটন।

তবে প্রথমার্ধে আবারও লিড নেয় আর্জেন্টিনা। ৩৪ মিনিটে ডি পলের শট গোলরক্ষক ব্রাভোর হাত ফসকে বেরিয়ে গেলে ভুল করেননি লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে দুই দলের আর কেউ গোল করতে না পারায় শেষ পর্যন্ত ২-১এর জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই জয় পেয়েছে আর্জেন্টিনা

২০২৮ অথবা ২০৩২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। আর এ কারণেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বুধবার (২৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ অথবা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছি ইতালি। কিন্তু এর থেকে সড়ে এসে শুধুমাত্র ইউরোর আসর আয়োজনের পক্ষেই সকলে একমত হয়েছে। আর এই সুযোগে দেশটির স্টেডিয়ামগুলোর সংষ্কার কাজও সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। এ সম্পর্কে এফআইজিসির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মার্চে উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৮ ইউরোর প্রার্থীতা নিয়ে আমরা প্রস্তাব দিব। এখানে ২০৩২ আসরেরও দরজা খোলা থাকবে। আমরা দুটি আয়োজনের মধ্যে যেকোন একটির জন্য বিড করব। আমি বিষয়টি নিয়ে সত্যিকার অর্থেই সিরিয়াস। কারণ অবকাঠামোগুলোর সংষ্কার জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ফ্লোরেন্স, কালিয়ারি, বোলোনিয়া ও বারির স্টেডিয়ামগুলোকে খুব দ্রুতই সংষ্কারের আওতায় আনতে হবে।

ইউরো আয়োজন করতে চায় ইতালি

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!