-
- রংপুর
- ভুরুঙ্গামারীতে মাথার খুলি ও হাড়সহ কবিরাজ আটক
- আপডেটের সময় : জুলাই, ২৩, ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ
- 162 বার ভিউ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কথিত এক কবিরাজকে এলাকার মানুষ বান মারার কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি ও হাড়সহ আটক করে থানায় সোপর্দ করেছে । ঘটনাটি ঘটেছে, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামে।
স্থানীয়রা জানান, দেওয়ানের খামার গ্রামের আয়নাল হক সর্দারের বাড়ির গেটে প্রায় প্রায় কে বা কারা গভীর রাতে মরা মানুষের কাফনের কাপড়,সিদুর মাখা জবা ফুল,সিদুরের ফোটা দেয়া বস্তুু রেখে যেত। এমন ঘটনার কিছুদিন পর থেকে আয়নাল হক সর্দারের স্ত্রী মোছাঃ জুলেখা বেগম অসুস্থ হতে থাকেন। তাকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও তার সুস্থতা ফিরে আসেনি। এ অবস্থায় আয়নাল হক তার স্ত্রীর চিকিৎসার জন্য এক বন্ধুর পরামর্শে অন্য একজন কবিরাজ এর শরণাপন্ন হন।ঝাড়ফুঁক আর কবিরাজি চিকিৎসায় কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। এসময় তাকে ওই কবিরাজ বলেন, তার স্ত্রীর উপর বড় ধরনের কোন কাজ করেছে যেটা কাটাতে সময় লাগলো।
এদিকে আয়নাল হক সর্দার বান নিক্ষেপকারী সন্দেহভাজন কবিরাজের উপর নজরদারি শুরু করেন। গতকাল (২২জুলাই) শুক্রবার তার প্রতিবেশী জনৈক লিটন মিয়ার বাড়িতে কবিরাজ আব্দুস ছাত্তার (৫০) আসেন এবং বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাহায্যে সেখানে কবিরাজী শুরু করেন। খবর পেয়ে আয়নাল হক সর্দার সেখানে উপস্থিত হন এবং তার স্ত্রীর চিকিৎসা করাবেন বলে কবিরাজকে প্রস্তাব দেন কিন্তু কথিত কবিরাজ কৌশলে তার স্ত্রীকে চিকিৎসা করাতে পারবেন না বলে জানিয়ে দেন। এ কথাবার্তায় আয়নাল হকের সন্দেহ হয়। উক্ত কবিরাজ লিটনের বাড়িতে কবিরাজি কাজ শেষ করে ফেরার সময় উক্ত আয়নাল হক সর্দার ও এলাকাবাসী তাকে রাস্তায় আটক করে।
এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি মরা মানুষের মাথার খুলি,হাড় ও বান মারার কাজে ব্যবহৃত কবিরাজী জিনিসপত্র উদ্ধার করে। বিষয়টি সন্দেহ জনক হলে তাৎক্ষণিকভাবে তারা ভুরুঙ্গামারী থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে এসে একটি মরা মানুষের মাথার খুলি,হাড় ও বান মারার কাজে ব্যবহৃত কবিরাজী জিনিসপত্র সিজার লিস্ট ভুক্ত করেন কথিত কবিরাজ আব্দুস ছাত্তারকে আটক করে থানা হেফাজতে নেয়। কথিত ওই কবিরাজ উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাটগোপালপুর গ্রামের মৃত রফাতুল্লাহর পুত্র বলে পুলিশ জানায়। আয়নাল হক সর্দার সাংবাদিকদের জানান, তার শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে টাকার বিনিময়ে এই ছাত্তার কবিরাজই তার স্ত্রীর উপর বান মেরে ছিল।পরবর্তীতে তিনি অন্য কবিরাজের মাধ্যমে চিকিৎসা করে স্ত্রীকে সুস্থ করেছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আলমগীর হোসেন কবিরাজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ঘটনাস্থল থেকে নিয়ে আসার পর পুলিশ বাদী হয়ে দঃবিঃ ১৫১ ধারায় মামলা দায়ের করে। ২৩ জুলাই শনিবার সকালে অভিযুক্ত কবিরাজকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর