-
- সারাদেশ
- জাতীয় নির্বাচনে নৌকার ভোটের জন্য জনসভা ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন
- আপডেটের সময় : মে, ২০, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
- 103 বার ভিউ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ ৫ সংসদ আসনে আবারো দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোটের জন্য জনসভা ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের,তিনি নওগাঁর ৫ সংসদ আসনের জনসাধারণকে বলেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারো ভোট চেয়ে এক বিরাট জনসভা করেছেন নওগাঁ ৫ সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,এম,পি,নওগাঁ ৫ আসনের আওয়ামীলীগের আবারো মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নওগাঁ -৫ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। গত শুরুবার বিকাল ৪ টার সময় ৬নং ওয়ার্ড চকপ্রান,জোকাবিলা ও বাগবাড়ী এলাকাবাসীর আয়োজনে এক বিরাট জনসভার আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,এম. পি,এতে সভাপতিত্বত করেন নওগাঁ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব উক্ত জনসভায় সঞ্চালনায়,নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের ৪ নং ওয়াডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম,,উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন, নির্মল কৃষ্ণ সাহ-সভাপতি নওগাঁ জেলা আওয়ামী লীগ,ইলিয়াস তুহিন রেজা সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগ,তাজুল ইসলাম তোতা সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামীলীগ সহ নওগাঁ জেলা আওয়ামীগের সর্বতরের নেতা বৃন্দুরা।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর