কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

চলতি মাসের ২০ তারিখের পর থেকে দেশে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৫ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে শৈত্য প্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসের ২০ ডিসেম্বরের পর থেকে শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে আবহাওয়া ভালো আছে, কোনো বৃষ্টি নেই। শীত বাড়ছে। শৈত্য প্রবাহের সম্ভাবনা আছে। তাপমাত্রা ১০ এর নিচে নামলেই শৈত্যপ্রবাহ বলা হয়। আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় আপাতত তাপমাত্রা কমবে না। যদি কমেও ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসলেও সেটা ২০ ডিসেম্বরের পর। আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!