বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি)। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ রায় ঘোষণা করা হবে। দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গত ১২ জানুয়ারি রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন বিচারক। এদিকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ তার ব্যক্তিগত বাহিনীর (১৫ আসামি) সবাইকে ফাঁসির আদেশ দেয়ার দাবি জানিয়ে টেকনাফ থেকে কয়েকশ মানুষ আসবে। স্বজনহারা ব্যক্তিরা জানান, টেকনাফে ওসি থাকাকালীন প্রদীপ কুমার দাশ ও তার বাহিনীর ক্যাডাররা ২০৪ জনকে মাদককারবারি আখ্যা দিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। তাদের আত্মীয়রা কয়েকটি গাড়ি রিজার্ভ করে মিছিল সহকারে আদালতে প্রদীপ দাশসহ সবার ফাঁসির দাবি জানাতে ভিড় করবে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, কঠোরভাবে দায়িত্ব পালন ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা বলয় তৈরি করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে। জেলা কারাগার থেকে একাধিক গাড়ির বহর কঠোর নিরাপত্তা দিয়ে সিনহা হত্যা মামলার আসামিদের আদালতে হাজির করা হবে।

আলোচিত সিনহা হত্যার রায় কাল, ফাঁসি চান স্বজনরা

মোরগ লড়াইয়ে দেশজুড়ে বেশ নামডাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসিল মোরগের। মোগল শাসনামল থেকে এই জাতের মোরগ লালন-পালন হচ্ছে সরাইলে। লড়াইয়ে পারদর্শী একেকটি আসিল মোরগ ৫ হাজার থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। এর জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মোরগ লড়াইয়ের ইতিহাসটা কিন্তু বেশ পুরানো। প্রায় ৬ হাজার বছর আগে প্রাচীন পারস্যে এর উৎপত্তি। কালের পরিক্রমায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে জনপ্রিয় এই খেলা। বাংলাদেশেরও নানা প্রান্তে জনপ্রিয় লোকজ খেলা এই মোরগ লড়াই। আর তাতে বেশ নামডাক আসিল মোরগের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাণিজ্যিকভাবে লালন-পালন করা হয়আসিল মোরগ। সরাইল থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশজুড়ে এই জাতের মোরগ সরবরাহ হয়।

একটি আসিল মোরগের উচ্চতা ২৮ থেকে ৩২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বয়স, আকার ও লড়াইয়ের অভিজ্ঞতা অনুযায়ী এর দাম নির্ধারণ হয়। একেকটি মোরগ ৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

জনশ্রুতি রয়েছে ষোড়শ শতাব্দিতে সরাইল পরগনার জমিদার দেওয়ান মনোয়ার আলী, পারস্য থেকে আসিল মোরগ আনেন। পরে তার সাথে দেশীয় বিভিন্ন জাতের সংমিশ্রণ হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, আসিল মোরগের জিনোম সিকোয়েন্স করে, একে মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া চলছে।

দেড় বছর বয়স থেকে লড়াই শুরুর পর ৪ বছর বয়স পর্যন্ত লড়াইয়ের সক্ষমতা থাকে আসিল মোরগের।

ব্রাহ্মণবাড়িয়ার লড়াকু মোরগ আসিলের জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ

৪র্থ ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে নির্বাচনী আমেজ। প্রাথীদের মাঝে চলছে প্রচার প্রচারণা। আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ায় ৬ ইউপি নিরবাচন অনুষ্ঠিত হবে।

সে ধারাবাহিকতায়, ৭নং পুটিবিলা প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর ৩নং ওয়ার্ডে, টিউবল মার্কা পদপ্রাথী, চার বারের সফল সাবেক মেম্বার মতিউর রহমান পথসভা আয়োজন করে। ইতিমধ্যে তিনি প্রচার-প্রচারণা বেশ জনসমর্থন সৃষ্টি হয়েছে। পথসভা রূপ নেয় জনসমুদ্রে।

মেম্বার পদপ্রার্থী মতিউর রহমান জানান, আমি পুটিবিলা ৩নং ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। অন্যায় দেখলে তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। এলাকায় যেকোন সমস্যা হলে ছুটে গিয়েছি। অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রচেষ্ঠা চালিয়েছি।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে পুটিবিলা ৩নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত ও ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করবো ইনশাল্লাহ। আগামী ২৬ ডিসেম্বর পদুয়ার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ টিউবল  মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত হওয়ার জন্য, পুটিবিলা ৩নং ওয়ার্ডবাসী সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সহযোগীতা কামনা করছি।

৭ নং ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর নির্বাচনী প্রচারণা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে হালিশহর ও পাহাড়তলী থানার আওতাধীন “আমরা ক’জন মুজিব সেনা” ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত।

করিম মনিরের সভাপতিত্বে ও মুহিদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমরা ক’জন মুজিব সেনা, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম – সাধারণ সম্পাদক তানবীন তারেক, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জাহিদ হোসেন, মনজুরুল আলম বাপ্পী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সংগঠনের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক শহীদুল আলম আরাফাত ও এ্যডঃ রিফাত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল ইসলাম রনি, পাপ্পু, ইমন, ইদতিহাজ হোসেন ইফতি, ইরফান হোসেন, আশরাফ রাকিব, রশিদ আবেদ, মিনহাজ, আশরাফ, তৌহিদ, আরুজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ” স্বাধীনতা ও বঙ্গবন্ধু ” এই স্লোগানকে ধারণ করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে আমরা ক’জন মুজিব সেনা’র প্রত্যেক কর্মীকে সৃজনশীল জ্ঞান চর্চার মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের উদ্যোগে ১১ নং দক্ষিণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের দিনে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে বাংলাদেশ।

 

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পাঠ করান। দেশের প্রতিটি বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভার্চুয়ালি এ শপথ অনুষ্ঠানে যুক্ত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে দুই দিনব্যাপী ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের প্রথম দিনে দেশের মানুষকে সঙ্গে নিয়ে শপথ পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর ধারাবাহিকতায়, লোহাগাড়া উপজেলা, সাহাপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সিকদার,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক,মুহাম্মদ মোসলেম উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম।

 

এছাড়াও উপজেলা দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা, বিদ্যালয়ের সকল শিক্ষকগণ,সাংবাদিকবৃন্দরাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  সহ সর্বস্তরের জনসাধারণ।

লোহাগাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শপথ বাক্য পাঠ

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!