আমরা ভুলিনি তোমাকে মরহুম এসএম বজলুল হক
( ২৯ তম মৃত্যুবার্ষিকী )
চট্টগ্রামের কৃতি সন্তান, বরেণ্য রাজনীতিবিদ,সমাজসেবক,শিক্ষানুরাগী, দানবীর, সাংবাদিক ও স্বনামধন্য ব্যবসায়ী এবং চট্টগ্রামের জমিদার খান সাহেব আব্দুল হাকিম মিয়ার নাতিন জামাই মরহুম এস এম বজলুল হকের ২৯তম মৃত্যুবার্ষিকী ১২ এপ্রিল ২০২৩ সারে পালন করা হল। এই উপলক্ষে মরহুমের বাসভবনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরন করা হয়।
পরিবার বর্গ পক্ষে,
এসএম বদরুল হক ( জজি)