নড়াইল প্রতিনিধি:বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করলো নড়াইল বাসী। পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে দিন ব্যপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ শূরু হয়। পরে সকাল ৯ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
পরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ঢাক,ডোল ,কাসর বাজিয়ে বিভিন্ন প্লাকার্ডে সজ্জ্বিতএকটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতেও জেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল শোভাযাত্রা, হাড়িভাঙ্গা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম,পুলিশ সুপার মোসা সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম লিটুু, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, ষ্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ -পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শ্বাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলূ,জেলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক অ্যাডঃ কাজী বশিরুল হকসহ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাড়িভাঙ্গা,চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, লাঠিখেলা ।