সরিষাবাড়ী প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি গবাদি পশু ভস্মিভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থল পূর্বপাড়া গ্রামে গোয়ালঘরে আগুনে লেগে ৫ টি গরু ও ২টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে।

 

এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে স্থল পূর্ব পাড়া গ্রামে মৃত জয়নাল আবেদীন ছেলে মাসুম ও নজরুল ইসলাম নামে দুই ভাইয়ের গোয়ালঘরে আগুন লেগে ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে ইউপি মেম্বার মোঃ হোসাইন জানান, অগ্নিকান্ভে পরিবারটি একেবারে নি:স্ব হয়ে গেছে। তাদের সরকারি সাহায্যের প্রয়োজন। এ বিষয়ে আওনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলাল হোসেন বলেন, আমি অগ্নি কান্ডে ক্ষতগ্রস্থ পরিবারের সাথে কথা বলেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।

সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে ৭ টি গবাদি পশু ভস্মীভূত

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে মোঃ সাদ্দাম হোসেন  নামের এক মাঝি  নিহত হয়ছে।  বুধবার বিকেল ৩ ঘটিকায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সে হাটাইল গ্রামের মোঃ আজাহার সিকদারের ছেলে।

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.আবুল কালাম মোল্লা  এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর তিনটার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় নদীর পাড়ের কাছাকাছি আসলে বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় সে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা নৌকা এবং জাল দিয়ে খোঁজাখুঁজি  করে সন্ধ্যা সাড়ে ৬ টার সময়  তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন  জানান, আমরা পৌঁছার আগেই  স্থানীয়রা নদী থেকে  লাশ উদ্ধার করেছে

সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে এক আম বাগান থেকে একরামুল হক(৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১ মে) সকাল ১০টার দিকে উপজেলা ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের আফছার উদ্দিনের আম বাগান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত একরামুল হক উপজেলার চাঁচকৈড় মধ্যেপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, বৃদ্ধ ভ্যান চালক একরামুল হক গতকাল বুধবার বিকেলে তার ধানের জমি দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর সে রাতে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে দিকে স্থানীয়রা আম বাগানের মধ্যে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে এসে মরদেহের আশেপাশের আলামত সংগ্রহ করেন। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, প্রচন্ড গরমে তিনি আম বাগানে বিশ্রাম করছিলেন। এসময় হার্ট এটাকে তার মৃত্যু হতে পারে বলে এ কর্মকর্তা জানান।

নাটোরে আম বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পিরোজপুরে “ঘূর্নিঝড় মোখা” মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠীত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগ, গনমাধ্যম কর্মী, রেডক্রিসেন্ট, কৃষি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।  সভায় আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এগুলোর মধ্যে ছিল- জেলার ৭টি উপজেলায় ৫৩টি ইউনিয়নে ২১৩টি সাইক্লোন শেল্টারকে সম্পূর্ন প্রস্তুত রাখা, রেডক্রিসেন্টের ১৭শ’ সিপিসিকে প্রস্তুত রাখা, জিআর চাল, নগদ টাকা, শুকনো খাবার, পানি বিষুদ্ধকরন ট্যাবলেট, বিদ্যুৎ, নলকূপ সচল রাখাসহ ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা। এছাড়াও জেলার ৫৩টি ইউনিয়ন, ৭টি উপজেলাসহ জেলায় ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা।

পিরোজপুরে “ঘূর্নিঝড় মোখা” মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠীত

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!