নড়াইল প্রতিনিধি: “আমাদের নার্স ,আমাদের ভবিষ্যৎ নার্স: ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেচে গেয়ে নড়াইলে ২০৩ তম আর্ন্তজার্তিক নার্স দিবস পালন করলেন নার্সরা। শুক্রবার সদর হাসপাতাল, নড়াইলের নার্সদের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ,আলোচনা ও কেক কাটা সভা অনুষ্ঠিত হয়। সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মুন্সি আসাদ-উজ-জামান এতে প্রধান অতিথি ছিলেন। নার্সিং সুপার ভাইজার মাধুরী বালা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজল কুমার বকশী, নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ( ভারপ্র্রাপ্ত) আফরোজা খাতুন, প্রাক্তন নার্সিং সুপার ভাইজার ননীবালা দাস, নার্সিং এ্যাসোসিয়েশন নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন, সহ- সভাপতি মোসাঃ মুজিদা খাতুন,সাধারন সম্পাদক হেনা পারভিন, নার্সিং সুপার ভাইজার সিনিয়র ষ্টাফ নার্স অর্পনা বালঅ দাস, সুপ্রিয়া ভৌমিক, শিখা রানী বিশ্বাস, সুনীতি মোহন্ত, উল্লাশীনি বৈরাগী, শাহিনুর বেগম,হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

নেচে গেয়ে নড়াইলে ২০৩ তম আর্ন্তজার্তিক নার্স দিবস পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি গবাদি পশু ভস্মিভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থল পূর্বপাড়া গ্রামে গোয়ালঘরে আগুনে লেগে ৫ টি গরু ও ২টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে।

 

এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে স্থল পূর্ব পাড়া গ্রামে মৃত জয়নাল আবেদীন ছেলে মাসুম ও নজরুল ইসলাম নামে দুই ভাইয়ের গোয়ালঘরে আগুন লেগে ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে ইউপি মেম্বার মোঃ হোসাইন জানান, অগ্নিকান্ভে পরিবারটি একেবারে নি:স্ব হয়ে গেছে। তাদের সরকারি সাহায্যের প্রয়োজন। এ বিষয়ে আওনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলাল হোসেন বলেন, আমি অগ্নি কান্ডে ক্ষতগ্রস্থ পরিবারের সাথে কথা বলেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।

সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে ৭ টি গবাদি পশু ভস্মীভূত

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!