ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হবে ‘ট্রেইন দ্যা ট্রেইনারস’ ওয়ার্কশপ

 

আগামী শনিবার (১৯ আগস্ট), ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) তে অনুষ্ঠিত হবে ‘এন্ড্রাগজি প্রেক্টিকাম’ বিষয়ক ‘ট্রেইন দ্যা
ট্রেইনারস’ ওয়ার্কশপ।

এন্ড্রাগজি (Andragogy) হলো প্রাপ্তবয়স্কদের স্ব-নির্দেশিত শিক্ষণ তত্ত্ব এবং তার প্রয়োগ, যা সাধারণত ১৮ বছর উর্ধ্বের
বয়সী শিক্ষার্থীদের শিক্ষার জন্য প্রযোজ্য এবং উচ্চশিক্ষার জন্য যারা আরো শিখতে চান বা গবেষণা করতে চান তাদের শিক্ষার
ক্ষেত্রে এ পদ্ধতিটা ব্যবহৃত হয়ে থাকে। এ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষককে পরামর্শদাতা বা গাইড হিসেবে বিবেচনা
করে।

“শিক্ষা” একটি বিকাশমুখী প্রক্রিয়া। ক্রমাগত পরিবর্তনশীল এই পৃথিবীতে শিক্ষার আঙিনা যেভাবে পরিব্যাপ্তি লাভ করেছে, তার
সাথে সমন্বয় রেখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষকগণ যাতে বিভিন্ন কর্মশালা পরিকল্পনা, পরিচালনা এবং প্রচার করতে পারে,
সেই ভাবনা কে মাথায় রেখেই ইডিইউ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়েরন সূচনালগ্ন থেকেই এমন ভিন্নমাত্রিক ওয়ার্কশপ এর আয়োজন
করে আসছে।

ওয়ার্কশপ টি পরিচালনা করবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রফেসর এ. কাইয়ুম চৌধুরি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!