কুমিল্লার দেবিদ্বারে ভোটের আগের রাতেই মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল।

সোমবার সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে উক্ত ইউনিয়ের সকল পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

নূরুজ্জামান ভূঁইয়া মুকুল তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, উপজেলার ১২নং ভানী ইউনিয়নের সকল পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সূত্র: বাসস

কুমিল্লার দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষ চারে উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

রোববার (৬ ফেব্রুয়ারি) ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে বল জড়িয়ে ৪-২ গোলে জিতেছে বার্সা। এ ম্যাচে বার্সার হয়ে ১টি করে গোল করেছেন জর্দি আলবা, গ্যাবি, রোনাল্ড আরাওহো এবং দানি আলভেস। অন্যদিকে, অ্যাটলেটিকোর পক্ষে ১টি করে গোল করেছেন ইয়ানিক ও লুইস সুয়ারেজ। এ ম্যাচ হেরে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে বার্সোলনা।

স্প্যানিশ লা লিগায় ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যাটলেটিকো কে হারিয়ে শীর্ষ চারে বার্সা

প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি পরীক্ষামূলক রফতানির পণ্য ইতালি যাচ্ছে ১১শ’ কন্টেনার। এর আগে ইউরোপের বাজারে পণ্য পাঠাতে সরাসরি কোন রুট এতদিন ছিল না। ইউরোপের বায়াররাই চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনের উদ্যোগ নেন। তালির রেভেনা বন্দর থেকে খালি কন্টেনার নিয়ে এসেছে জাহাজ এমভি সোঙ্গা-চিতা।

রফতানির পণ্য নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) জাহাজটির বন্দর ত্যাগ করার কথা রয়েছে। ফতানিকারক ও শিপিং কোম্পানিগুলো এ রুটকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখছে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর (ডিসি) ক্যাপ্টেন ফরিদুল আলম জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এনসিটি (নিউমুরিং কন্টেনার টার্মিনাল) চার নম্বর জেটি থেকে জাহাজটির ইতালির উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। সেখানে বন্দর কর্তৃপক্ষ ও রফতানির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ রুটটি যেন স্থায়ী রুটে পরিণত হয় সে জন্য বন্দর কর্তৃপক্ষের যা যা করা দরকার, তার সবই করবে।

চট্টগ্রাম টু ইতালি: সরাসরি যাচ্ছে ১১০০ কন্টেনার

ঢাকাই চলচ্চিত্রের তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী তমা মির্জা। নৃত্যশিল্পী হিসেবেই মিডিয়ায় কাজ শুরু করেছিলেন এই সুন্দরী। পরে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে এসেও সফল হন তিনি। এবার নিজেক ভিন্নভাবে উপস্থাপন করে ‘কমলা সুন্দরী’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করলেন তরুনদের এই সেনসেশন।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। কণ্ঠ দিয়েছেন রেশমি মির্জা। গানের তালে নিজেকে ভেঙে নতুনরূপে গ্ল্যামারগার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন ঢালিউডের অভিনেত্রী তমা মির্জা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

সম্প্রতি টিজার প্রকাশের পর ৬ ফেব্রুয়ারি প্রকাশ হয় পুরো গানটি। টিএম রেকর্ডসের পূর্ব প্রকাশিত দুটি গানে নেচেছিলেন সানি লিওন ও নুসরাত জাহান।

এবার তাদের নতুন সেনসেশন হয়ে ধরা দিলেন তমা মির্জা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা আমার লাইফের সেরা কাজ। টিএম রেকর্ডসের গানগুলো ইতোমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর প্রত্যেকটি গানই বাংলাদেশের জন্য সম্পদ। এ গানের আগে দর্শক আমাকে শান্ত লুকে দেখেছে, এবার গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করলাম।

‘‘খুব গোছানো একটা কাজ এটি। টিএম কাপল যেখানে আছেন খুব ভালো কিছু হতে যাচ্ছে সে বিশ্বাস ছিল, আছে ও থাকবে। আমি খুব এক্সাইটেড। গানটি প্রকাশ হয়েছে টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।’’

আইটেম গানে তাক লাগালেন তমা মির্জা

সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপন শেষে সেখানেই এই কোকিলকণ্ঠীর দাহকাজ সম্পন্ন হয়। লতা মঙ্গেশকরের বড় ভাইয়ের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করেন।

উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকার জীবনের অবসান হলো ৯২ বছর বয়সে। রোববার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

লতা মঙ্গেশকর জানুয়ারি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। একসময় কোভিড নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। সম্প্রতি প্রবাদপ্রতিম এই গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকেরাও। তবে শনিবার লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবারও অবনতি হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে পরলোকে চলে যান কিংবদন্তিতুল্য এ শিল্পী।

সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা সংগীতের এই মহাতারকা ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। কিন্তু তাঁর সংগীত ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে।

লতা মঙ্গেশকর ২০০১ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে তিনি বলেন, “আমি শোকে স্তব্ধ। দয়ালু ও যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি জাতির জন্য যে শূন্যতা রেখে গেছেন তা পূরণ হবার নয়।”

রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরকে শেষ বিদায়

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার পাশাপাশি বিশিষ্টজন এবং পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আজ রবিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে।

এছাড়া বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে এ নিয়ে সার্চ কমিটি শনিবার তিনটি বৈঠক করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও অংশ নেন।

সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জন থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে সার্চ কমিটি

পাকিস্তানে বিচ্ছিন্নতাবিরোধী অভিযানের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ সন্ত্রাসী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত বুধবার দু’টি সেনা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনার পর পাকিস্তানের সেনাবাহিনীর সামরিক অভিযান ও পাল্টা হামলায় এসব সন্ত্রাসী নিহত হন। শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয় । খবর আল-জাজিরা

বিবৃতিতে জানানো হয়, ‘বেলুচিস্তানের পাঞ্জগুর ও নোশকিতে বিচ্ছিন্নতাবিরোধী অভিযানে মোট ২০ সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী আজকে বিচ্ছিন্নতাবিরোধী অভিযান সম্পন্ন করেছে।’

এর আগে গত বুধবার বেলুচিস্তানে দু’টি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন সেনাসদস্য এবং ১৩ জন ছিলেন সন্ত্রাসী। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটিই ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।

পাঞ্জগুর ও নোশকি জেলায় চালানো ওই হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান ন্যাশনালিস্ট আর্মি (বিএলএ)। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি মাত্র কিছুদিন আগে প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এই বিবৃতির পর শনিবার রাতে পৃথক বিবতি দিয়েছে বিএলএ। এতে সেনাবাহিনীর হামলায় ১৬ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে বিবৃতিতে তারা আরও দাবি করেছে যে, তাদের ‘সকল লক্ষ্য অর্জিত হয়েছে’।

এর আগে, গত জানুয়ারি মাসের শেষের দিকে গোয়াদার বন্দরের কাছে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হন। ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নির্মাণ করছে চীন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) এই প্রকল্পে চীন ৬০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে।

পাকিস্তানে বিচ্ছিন্নতাবিরোধী অভিযান, নিহত ২০

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!