ভুরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর অশ্লীলতা হানির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (০৫) ই এপ্রিল অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ ও সঠিক বিচারের দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী ,সুশীল সমাজ, অভিভাবক বৃন্দ এবংছাত্র -ছাত্রীরা।
গত (০৪এপ্রিল) সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের দৃষ্টান্ত মুলক শাস্তি ও অপসারণের জন্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন এলাকা বাসি।
অভিযোগ সুত্রে জানা যায় গত ২৭শে মার্চ সকাল ৯•৩০ মিনিটের সময় ২০১১সালের প্রথমিক সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী (বর্তমানে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত) বিদ্যালয়ে ৫ম শ্রেনী পাশের প্রত্যায়ন পত্র নিতে আসে। প্রধান শিক্ষক হাফিজুর রহমান মেয়েটির একাকি সুযোগ বুঝে বিদ্যালয়ের অফিস রুমে ডেকে নিয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় হাত দিয়ে অশ্লীলতা হানির ঘটায়। একপর্যায়ে মেয়েটি দৌড়িয়ে রুম থেকে বেড়িয়ে পড়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মা কে সব ঘটনা খুলে বলে। পরে মেয়েটির মা মেয়ে কে সঙ্গে নিয়ে এসে ঘটনা জানতে চায়। এতে প্রধান শিক্ষক হাফিজুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠে মা – মেয়ের সঙ্গে অশোভন আচরন করে এবং ক্ষমতার দাপট দেখায় ও বিদ্যালয়ের আঙ্গিনায় আসতে নিষেধ করে।
পরের দিন ভুক্তভোগীর বাবা ও এলাকা বাসি বিদ্যালয় সভাপতির নিকট বিচার দাবি করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক সভাপতির চাচাতো ভাই ও প্রভাবশালী হওয়ায় ছাত্রীর মা -বাবাকে মেনেজ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্ঠা করে।এতে এলাকা বাসি তাদেরছেলে-মেয়েদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় ফলে শিক্ষার্থী শুন্য হয়ে পরে শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে সন্তানদের লেখা পড়া নিশ্চিত করতে ও অভিযোক্ত শিক্ষকের বিচারের দাবিতে এলাকা বাসি প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।