পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা ও সাত মাস বয়সী মেয়ের মৃত্যু

মো: আসিফ খোন্দকার চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার ষোলশহর এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা ও সাত মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে । রোববার (২৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, ভোরে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনীতে পাহাড় ধ্বসের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। একটি বসত ঘরে ঘুমন্ত সদস্যদের ওপর পাহাড় ধ্বসে পড়ে। এতে আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম আশিক জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাহাড় ধসে আহত চারজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত্য ঘোষণা করেন।

এদিকে, রাত থেকে ভারী বর্ষণে নগরীর নিচু এলাকায় আবারও জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। নগরীতে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। পানি ডুকেছে নগরীর বিভিন্ন বাসা-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম পিআইবি৭১ টিভির সাংবাদিককে বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

 

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!