ইমরানের হেলিকপ্টারে উড়ার ব্যয় ৯৮ কোটি রুপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ক্ষমতায় ছিলেন প্রায় সাড়ে তিন বছর। এই সময়ে হেলিকপ্টারে উড়ে তিনি খরচ করেছেন করেছেন সরকারের প্রায় ৯৮ কোটি রুপি। তার মানে প্রতি বছর তিনি খরচ করেছেন ২৮ কোটি রুপি।

ইমরানের হেলিকপ্টারে উড়ার খরচ নতুন সরকার প্রকাশ করেছে। তাতে এই তথ্য পাওয়া গেছে।

সরকারের ওই তথ্যমতে, হেলিকপ্টারে উড়তে প্রতি ঘণ্টায় ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৭৫ হাজার রুপি। ইমরান খানের ব্যক্তিগত বাসভবন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

পাকিস্তান সরকারের তথ্য বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হেলিকপ্টারে উড়তে মোট ব্যয় হয়েছে ৯৪ কোটি ৪০ লাখ রুপি। এর মধ্যে হেলিকপ্টারের জ্বালানিবাবদ খরচ হয়েছে প্রায় ৫১ কোটি রুপি। আর হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় প্রায় ৪৭ কোটি রুপি।

গত ৯ এপ্রিল মধ্যরাতে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএলের (এন) নেতা শাহবাজ শরিফ।

সূত্র : জিও টিভি

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!