নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালিত

নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালিত

 

নড়াইল প্রতিনিধি:“শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা এবং ৬ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

 

 

 

গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে শহরের ঘোপাখোলা এলাকায় নড়াইল-লোহাগড়া-ঢাকা মহাসড়কের জোড়াপাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮১(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ০৩ টি যানবাহনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে ৪ হাজার ( ৪,০০০) টাকা জরিমানা করা হয় এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে হয়। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য ট্রাক, কাভার্ড ট্রাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।

 

 

 

নড়াইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদিসহ আনসার ব্যাটেলিয়ান এর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদি জানান
পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

 

 

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!