আদিতমারীতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে উপজেলার পুস্তক বিক্রয় সমিতির সাধারণ সম্পাদক সহ আহত ৩

 

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা  প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পূর্বের শত্রুতা জের ধরে আদিতমারী উপজেলা পুস্তক বিক্রয় সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ পরিবারের তিন সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল মুহুরীগং । আহতদের আত্ম চিৎকারে স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে  তাদেরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন ।
আহত ব্যক্তিগণ হচ্ছে রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ,রেহানা পারভীন , অভিযোগের সূত্রে জানা যায় একই এলাকার স্থানীয় প্রভাবশালী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল মুহুরী এবং তার পুত্র আসাদুজ্জামান লিটন, ওয়াহিদুজ্জামান লিমন, সুমন মিয়া, সুজন মিয়া, লিখন মিয়া, প্রতিবেশী  আইয়ুব আলির পুত্র মজিদুল ইসলাম , গত ২৫ শে এপ্রিল বরেন্দ্র উন্নয়ন বহুমুখী প্রকল্পের ইঞ্জিনিয়ার এর উপস্থিতিতে পূর্বের বিরোধের বিষয়টি সমাধান করে দেন। সমাধানের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল মুহুরী ও তার পুত্রগণ দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্কিত মারপিটের তান্ডব চালিয়ে একই পরিবারের তিন সদস্য কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ।
উক্ত ঘটনার বিষয়ে  উপজেলার সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির এর কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় ক্ষমতাধর আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল মুহুরীগং দীর্ঘদিন ধরে ক্ষমতা অপব্যবহার করে নিরীহ মানুষের ওপর অন্যায় ও  অত্যাচার করে আসছে। তাদের ক্ষমতার কাছে এলাকার লোকজন প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না, ক্ষমতা অপব্যবহার করে একের পর এক অপরাধ করে যাচ্ছে । তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হকের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই ,কমল রায় বলেন ঘটনা সরজমিনে পরিদর্শন করা হয়েছে আহত ব্যক্তিদের মেডিকেলে  গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে  দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!