গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মোল্লা’কে নগরীর চাঁন্দগাও থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ৷
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মামলা নং- ১১৮/০৯, ধারা ৩৯৫ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল মোল্লা চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন কালুরঘাট এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৯২০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি জুয়েল মোল্লা (২৬), পিতা-জমশেদ মোল্লা, সাং-মাজদা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।