মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু আজ মধ্যরাত থেকে

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সরকারি এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অংশ নেবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। তবে জেলেরা সঠিক তালিকা প্রণয়ন করে বরাদ্দ নিশ্চিতে জোর দাবি তুলেছেন।

চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী জেলেপল্লীতে লিফলেট বিতরণ, মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

প্রজনন মৌসুমে সমুদ্র থেকে পদ্মা-মেঘনাসহ আশপাশের নদ-নদীতে আসে ইলিশ। এ সময়ে তাদের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। মৎস্য বিভাগ আশা করছে, এই উদ্যোগ সফল হলে আগামীতে দেশের নদীগুলো আবারও ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!