দলবদলের শেষ দিনে নাবীব নেওয়াজ জীবনকে দলে নিল বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলবদলের শেষ দিনটি জমে উঠেছিল বসুন্ধরা কিংসের একাধিক চমকপ্রদ ঘোষণায়। এর মধ্যে সবচেয়ে বড় খবর—জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গত মৌসুমে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নাবীব। মৌসুমের বড় অংশ জুড়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ছিলেন তিনি। এবার সেই জীবন খেলবেন কিংসের জার্সিতে, যা ক্লাবটির আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দলবদলের শেষ দিনের আগেই মোহামেডানের ঘর ভেঙে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়—এমানুয়েল টনি ও সানডেকে দলে টানে বসুন্ধরা কিংস। গত মৌসুমে মোহামেডানের শিরোপা জয়ে এই দুই বিদেশি ফুটবলারের অবদান ছিল অনস্বীকার্য।

এ ছাড়াও এই মৌসুমে বসুন্ধরা কিংসের আরেকটি বড় চমক ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেলকে অন্তর্ভুক্ত করা। বাংলাদেশের জাতীয় ফুটবল দলে অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ উইঙ্গারকে ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই বসুন্ধরা কিংসের এমন তারকাবহুল দল গঠন বলে ফুটবল অঙ্গনের বিশ্লেষকদের ধারণা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!