গাজা অভিমুখী ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণবহরে ইসরায়েলের বাধার নিন্দা জানাতে স্পেনজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ মিছিল করেছে। খবর বার্তা সংস্থা এএফপি।
বার্সেলোনার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় প্লাজা দে লেস দ্রাসানেসে সমবেত হন। অনেকেই হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নেন মিছিলে। এ সময় তারা ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরায়েল বয়কট করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’—এমন সব স্লোগান দেন।
বার্সেলোনার পৌর পুলিশ বাহিনী (গার্ডিয়া আরবানা) জানায়, কেবল এই শহরেই প্রায় ১৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রিদে আরও ১০ হাজার মানুষ একই দাবিতে সমাবেশ করেছেন। এছাড়া বিলবাও, সেভিল এবং ভ্যালেন্সিয়াসহ অন্যান্য শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি যখন একটি মহাসড়কের প্রবেশ পথে পৌঁছায়, তখন দাঙ্গা পুলিশ বাধা দেয়। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, কয়েকজন বিক্ষোভকারী বাধা টপকাতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের পিছু হটতে বাধ্য করে।
প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যাতে প্রায় ৪৫টি জাহাজে রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা ছিলেন, গত মাসে বার্সেলোনা থেকে গাজার অবরোধ চ্যালেঞ্জ করতে যাত্রা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, টানা প্রায় দুই বছরের যুদ্ধে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
ইসরায়েলি নৌবাহিনী বুধবার থেকে কয়েকটি জাহাজ আটকে দিয়েছে। তারা সতর্ক করেছে, গাজার দিকে অগ্রসর হলে জাহাজগুলো ইসরায়েলের জলসীমার আওতায় গণ্য হবে। এর মধ্যে বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাওসহ কয়েকজন ফ্লোটিলা সদস্যকে বাধা দেওয়া হয়েছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, তিনি এ বিষয়ে মাদ্রিদে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে তলব করবেন। তিনি আরও জানান, ফ্লোটিলার জাহাজে ৬৫ জন স্প্যানিশ নাগরিক ছিলেন।
এদিকে স্পেনের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের চলমান তদন্তের অংশ হিসেবে তারা এই বাধার ঘটনাটি খতিয়ে দেখবে।