স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার নড়াইলে মেধাবি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরনের উদ্বোধন

নড়াইলপ্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার মেধাবি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো”র জনশুমারি ও গৃহগনণা -২০২১ প্রকল্পের ট্যাব সমুহ মাধ্যামিক বিদ্যালয় ও সমমান মাদ্রাসার মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইল এর আয়োজনে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী ২৪ জন শিক্ষার্থীর মাঝে এ ট্যাব বিতরন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ।
জেলার ১শত ১৯টি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমান সরকারি মাদ্রাসার নবম ও দশম শ্রেনীর সম্মিলিত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে মোট ৭ শত ১৪ টি এ সব ট্যাব বিতরন করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ ,নড়াইলের উপপরিচালক জুলিয়া শুক্য়ানা, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহানারা বেহম, জেলা পরিসংখ্যান ব্যুরো নড়াইলের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার নড়াইল উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকারভোগী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!