আদিতমারীতে ৪ জুয়ারুদের ৩ দিনের বিনাশ্রমে কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদি সহ ৪ জন জুয়াড়িদের গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

 

জানাযায় আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ২৪ মে আদিতমারী থানাধীন ৭নং পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামে ১। মোঃ নাজিম উদ্দীন , পিতা- মৃত এসমাইল , সাং- দক্ষিণ বত্রিশ হাজারী (ভাদাই), ২। মোঃ আবুল কালাম, পিতা – সৈয়দ আলী, ৩। বাদল চন্দ্র, পিতা- তারনী কান্ত, ৪। মোঃ বাবুল, পিতা- আজিজার রহমান, সর্ব সাং- দেওডোবা, পলাশী, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট জুয়া খেলার সরঞ্জামাদি (তাস) সহ আটক করা হয়।

 

 

আটককৃত জুয়ারিদের কে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি, আর , সরোয়ার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

 

 

আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক বলেন গ্রেফতারকৃত জুয়ারিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!