-
- জাতীয়
- ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং
- আপডেটের সময় : আগস্ট, ২১, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
- 227 বার ভিউ
মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রূতার জেরে স্টিফান খুন ! ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে এক আদিবাসির মৃত্যু থানায় মামলা দুইজন গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে স্টিফান তির্কী (৫৫) নামে এক আদিবাসির মৃত্যু ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
এ সময় পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, গেল ১৮ আগস্ট রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্টিফান তির্কী আহত হলে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
এরপর ওই রাতেই পুলিশের চারটি বিশেষ টিমের তৎপরতা সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসে।
পরে আটককৃতদের মধ্যে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে পৌর শহরের পরিষদপাড়ার আদিবাসী গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল।
এ ঘটনায় ১৯ আগস্ট নিহত স্টিফান তির্কীর স্ত্রী ভেরনিকা খালকো গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করলে আটক গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, গেল শুক্রবার ১৮ আগস্ট আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে জমি বিরোধের জেরে অর্থ লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্টিফান তির্কীকে হত্যা করা হয়।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর