একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গ্রেফতার

ভোলা’র চরফ্যাশন থানার একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ মোস্তফা মিয়া’কে নগরীর হালিশহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ২০০৮ সালে বেআইনী জনতাবদ্ধে হত্যার হুমকীসহ আঘাতের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন থানায় মামলা রুজু হয়। যার মামলা নং-০৪(০৮)০৮; জিআর নং-২৯৯/০৮, ধারা-১৪৩/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড’১৮৬০। উক্ত মামলার বিচার কার্যক্রম চলাকালে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মোস্তফা মিয়া চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২৫৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মোস্তফা মিয়া @ মোস্তফা মেকার(৫৫), পিতা-মৃত আবু বক্কর মুন্সী, সাং-উত্তর মাদ্রাজ, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৬ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোস্তফা মিয়া @ মোস্তফা মেকার এর বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৩২(২)/৪০ ধারায় একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!