গাজায় ইসরাইলি হামলায় আরও ২৩ জন নিহত, শিশুরাও রয়েছে হতাহতদের তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক:
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার (২৮ জুন) দিনভর ইসরাইলি বাহিনীর চালানো হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। বহু মানুষ আহত হয়েছেন বলে জানায় সংস্থাটি।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, গাজার বিভিন্ন স্থানে ড্রোন ও যুদ্ধবিমানের ছয় দফা হামলায় ২১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ওই শিশুরাও রয়েছে। এছাড়া গাজার কেন্দ্রীয় নেতজারিম এলাকায় খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় ইসরাইলি বাহিনীর গুলিতে আরও দুজন নিহত হয়েছেন।

গাজা শহরের জাবালিয়া এলাকা থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, নিহত শিশুদের মরদেহ জড়িয়ে স্বজনদের আহাজারি। ভিডিওটি প্রকাশ করেছে এএফপি।

এ হামলা নিয়ে এখনো ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সাংবাদিকতা কঠিন হওয়ায় এবং উদ্ধারকাজ ব্যাহত হওয়ার কারণে নিহত ও আহতদের সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

যুদ্ধের প্রেক্ষাপট

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের এক প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এই পর্যন্ত ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় গাজা বিধ্বস্ত হয়ে পড়েছে।

সম্প্রতি ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে ২৪ জুন যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল, কিন্তু এরপরও গাজায় হামলা অব্যাহত রয়েছে। ইসরাইল দাবি করেছে, এখনও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কাছে ইসরাইলি জিম্মি অবস্থায় রয়েছেন, তাই তারা অভিযান চালিয়ে যাবে।

হতাহতের পরিসংখ্যান

ইসরাইলের সরকারি তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হামলায় ১,২১৯ জন ইসরাইলি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ৫৬,৪১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে।

আন্তর্জাতিক উদ্বেগ

ক্রমাগত প্রাণহানি এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। মানবিক সহায়তা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে ইসরাইলি অবরোধ এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!