পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ বা আটকা পড়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৬ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে সাত জন প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা বর্ষণে সড়ক, সেতু এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে বহু স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত হয়, যা প্রায়ই বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনে। গত কয়েক বছরে দেশটিতে মৌসুমি বৃষ্টিপাতে শত শত মানুষের মৃত্যু এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।