অ্যান্ডারসন পড়লেন বাদ, ফিরলেন মঈন-ওকস-উড

৬ জুলাই অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে হেডিংলিতে। এই টেস্ট সামনে রেখে একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন প্রথম দুই টেস্টে নিষ্প্রভ জেমস অ্যান্ডারসন।

 

এছাড়া বাদ পড়েছেন চোট পাওয়া অলি পোপ ও জস টাং। তাদের জায়গায় দলে ফিরেছেন ক্রিস ওকস, মঈন আলী ও পেসার মার্ক উড। ইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান্ডারসন ও টাং দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে।

এজবাস্টন টেস্টে মোট ৩৮ ওভার বল করে মাত্র ১ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে অজিদের ৮ উইকেট যাওয়ার পরও তার হাতে বল তুলে দেওয়ার সাহস পাননি অধিনায়ক বেন স্টোকস। সেই টেস্টের পর লর্ডসে পুষিয়ে দেওয়ার কথা বলেছিলেন টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক।

 

তবে লর্ডসেও নিজেকে মেলে ধরতে পারেননি ৪০ বছর বয়সী পেসার। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মাত্র ২ উইকেট। বয়সের কারণে গতি অনেকটাই হারিয়ে ফেললেও টেস্ট শেষে বলেছেন, এমন বিবর্ণ পারফরম্যান্সের কারণ বয়স নয়।

অ্যান্ডারসন বয়সকে উপেক্ষা করে টেস্ট ক্রিকেটে দারুণ বোলিংই করে যাচ্ছিলেন। সব টেস্টে অবশ্য তাকে খেলায় না ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। বেছে বেছেই খেলানো হয় তাকে। তবে অ্যাশেজের প্রথম দুই টেস্টের বিবর্ণ পারফরম্যান্সের পর অনেকেই তার শেষ দেখতে পারছেন। এরপরই দল থেকেও পেলেন বিশ্রাম।

অ্যান্ডারসন অবশ্য নিজেও বলেছিলেন পাঁচ টেস্টের সবগুলো খেলতে পারবেন না তিনি। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোকে অ্যান্ডারসন বলেছিলেন, ‘‘আমার মনে হয়, পাঁচ টেস্টের সব কটিতে খেলার আশা করা একটু বাড়াবাড়ি হয়ে যায়।

আমি তিনটার কথা ভাবছি। শুধু আমার জন্য নয়, যেকোনো বোলারের কথাই যদি বলেন, পাঁচটির মধ্যে তিনটা খেলার আশা করা হবে আরও বাস্তবসম্মত ও বিচক্ষণ ভাবনা।’

অ্যাশেজের প্রথম দুই টেস্টই হয়ছে বেশ ফ্লাট পিচে। এমন পিচে প্রথম টেস্টের পরই নিজের অক্ষমতার কথা বলেছিলেন অ্যান্ডারসন। যার প্রেক্ষিতে এজবাস্টন টেস্টের পরই মার্ক উডকে দলে ফেরানোর কথা উঠেছিল। অ্যান্ডারসন অ্যাশেজে তার সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই অধিকাংশের মত।

ইনজুরিতে ছিটকে যাওয়া অলি পোপের জায়গায় তিন নম্বরে দেখা যাবে হ্যারি ব্রুককে। টেস্টে প্রথমবারের মতো তিন নম্বরে খেলতে নামবেন এই তরুণ ব্যাটার। অন্যদিকে ২০২২ এর মার্চের পর প্রথমবারের মতো টেস্ট খেলবেন ক্রিস ওকস। পাকিস্তান সফরে শেষবারের মতো টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।

উডও সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন অ্যাশেজে প্রথম টেস্ট খেলতে নেমেই পাঁচ উইকেট পাওয়া টাং।

হেডিংলি টেস্টের একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসন, মঈন আলী, ক্রিস ওকস ও মার্ক উড।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!